আমার সোনার বাংলাদেশ।

 



সজলা- সুফলা শষ্য- শ্যামলা  সবুজে সবুজে কানায়ে কানায়ে পরিপুণ্য সে আমার সোনার বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নদীগুল একেবেকে ঢানা মেলে চলেগেছে দেশের আনাছে কানাছে। এই নদীজুরে ছরিয়ে ছিটিয়ে আছে নানান প্রজাতির মাছ। জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে এক নাম্বার।

আরও রয়েছে পাট, পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ২য়, পাটকে সোনালী আঁশ বলা হয়।

বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বার বাংলাদেশ স্বাধীনতা  লাভ করেন।  বাংলাদেশ পাকিস্তানের কাজ থেকে স্বাধীনতা লাভ করে। এ দেশের আয়াতন ১৪৭৫৭০ বর্গ কিলোমিটার। বাংলাদেশ এশিয়া মহাদেেশর দক্ষিণে অবস্তিত। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ২০ কোটি। এটি একটি জনবহুল দেশ। জনসংখ্যার দিকদিয়ে বিশ্বে ৯ম স্থানে রয়েছে। জনসংখ্যায়ে ১ম চীন, ২য় ভারত। বাংলাদেশ ১ম আন্তর্জাতিক সংস্থা কমানোওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ সালে। জাতিসংঘের সদস্য পত লাভকরে ১৯৭৩ সালে, ১৩৬ তম আদিবেসনে। 

বাংলাদেশের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১ম প্রসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশকে ৮টি বিভাগ ৬৪টি জেলা রয়েছে। ১২ টি সিটি কর্পোরেশন রয়েছে। 

বাংলাদেশ আন্তর্জাতিক খেতাব প্রাপ্ত ( GI) প্রন্য রয়েছে ৯টি। বাংলাদেশ আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট রয়েছে ৩টি। আন্তর্জাতিক মানের নদী রয়েছে ২৬টি। 

বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভ-দ্বীপ সুন্দরবন। তাছারা বাংলাদেশে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কক্সবাজার সমুদ্র বন্দর। যার দৈঘ্য ৮০ কিলোমিটার। 

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে গোষনা করেছেন ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ নিম্নআয়ের দেশ থেকে মধ্যেম আয়ের দেশে উতৃন্ন হবে ২০২৬ সালে। বাংলাদেশর মাথাপিছু আয়ের পরিমান ২৮৫৬ মর্কিন ডলার। বাংলাদেশ বিশ্ব ৫৭তম দেশ হিসাবে সেটেলাইট উৎক্ষেপন করেছে, বঙ্গবন্ধু -১, বাংরাদেশে তৈরী হচ্ছে রুপপুর পরমানুবিক বিদুৎ কেন্দ। বাংলাদেশ তৈরী হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সেতু, পদ্মা সেতু। এগুলোছারাও আরও আনেক বড় বড় প্রকল্প বাস্থবায়ন হচ্ছে। এ সব কাজ  সম্পন্ন হলে বাংলাদেশ বিশ্বের উন্নয়নশিল দেশে পরিনত হবে।

চা

বাংলাদেশ চা উৎপাদনে তৃতীয় । রপ্তানিতে পঞ্চম। চা  বাংলাদেশের প্রধান অর্থকারি ফসল। চা বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিশ্বের নানানদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশে ১৫৫ টি চাবাগান রয়েছে। সব চেয়ে বেশি চা উৎপাদন হয় মৌলবিবাজার,

পাট

পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। পাট একটি অর্থকারী ফসল। পাট জাত পন্যসামগ্রিই বিক্রকরে বাংরাদেশ প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। পাট উৎপাদন শির্ষজেলা ফরিত পুর।

 আম

আম বাংলাদেশের একটি সু-সাদু ফল। বাংলাদেশের মানুষের কাছে আম সু-সাদু প্রধান। কাঠাল জাতীয় ফল হলেও সবার কাছে আম আনেক প্রিয়। আম উৎপাদনে প্রধান জেলা রাজশাহী। হিমসাগর, লকনো,গোপাল বোগ, মহানন্দ্ সহ আরও উন্নত জাতের আম রয়েছে।

Post a Comment

0 Comments